Translate

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

মিরসরাই ট্র্যাজেডি : ৪৫ প্রাণের স্মরণে ‘আবেগ’ এর উদ্বোধন /এ টা কি ?

<><><><><><>
মিরসরাই ট্র্যাজেডির প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে ওদের স্মরণে নির্মাণ করা হয়েছে স্মৃতিফলক ‘আবেগ’। এর উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। প্রথম বর্ষপূর্তিতে সবাই যাতে হারিয়ে যাওয়া শিশু-কিশোরদের স্মরণ করতে পারে, তাই আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণ করা হয়েছে স্মৃতিফলক ‘আবেগ’। ১৯ মে এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এরই মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। স্মৃতিফলকটি এরই মধ্যে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। যে কেউ ফলকটি দেখে থমকে দাঁড়াচ্ছেন, স্মরণ করছেন দুর্ঘটনায় নিহতদের। গতকাল বিকালে আবুতোরাব উচ্চ মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং এসএম গোলাম সরওয়ারের পরিচালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, মিরসরাই উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, রেহানা আক্তার, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক আআম শাজাহান, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার রফিকুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুল হুদা, চেয়ারম্যান মাস্টার কবির আহাম্মদ নিজামী প্রমুখ।

আমার জনম ভূমি মিরসরাইতে এ কি হয়ে গেল ৫৫ জন শিখাথীর লাশ এটা কি কখনো ভূলার মত ? আমি আমার এলাকার সকল পেশার

লোকদের কে তাদের পাশে দাড়াতে অনূরুধ করবো ; আর তাদের ব্যাপারে আমরা গভীর ভাবে শোকাহত ;আললাহ তাদের মা বাবাকে ধৈয্য ধারণ করর

তাওফিক দান করুক ৷

আবার পুনরায় কখনো এ রকম ঘটনার পুনরাবৃতিত না ঘটে

সে জন্য সকল পেশর মানুষ কে সজগ দৃষটি রাখতে হবে















যেখানে দূর্ঘটনাটা হয়েছে সেখানে রাজনৈতিক ও বিভন্ন সংঘঠনের ব্যানার লাগানো হয়েছে হয়তো মানুষ একদিন এ স্হান গুলোকে মাজারে পরিনত
করে বিভিন্ন অনুষ্ঠান শুরু করে দিবে ,
তবে এসব কোন কাজেই আসবেনা একমাত্র দোয়া ছাডা





http://www.amardeshonline.com/pages/details/2012/07/10/153633

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন