Translate

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২

মাজহাব কি ও কেন ? মাযহাব মানার কি কোন দলীল নেই ?

প্রশ্নঃ মাজহাব কি ও কেন ?
**********************
  মাজহাব শব্দের অর্থ – চলার পথ
ইসলামি পরিভাষায় কোরআন – সুন্নাহর প্রদর্শিত,রাসুল সাঃ ,সিদ্দিকীন,শোহাদায়ে কেরাম  ও সতকর্মশীল ব্যক্তিবর্গের মনোনীত পথের নামই হল মাজহাব।


 অন্ন শব্দে এটাই সিরাতেমুস্তাকিম ও সরল পথ । সুতরাং    মাজহাব কোন নতুন ধর্ম,মতবাদ বা কোরআন সুন্নাহ বহির্ভূত ব্যক্তি বিশেষের নিজস্ব মতের নাম নয়, বরং মাজহাব হল কোরআন, সুন্নাহ,ইজমা ও কেয়াসের  ভিত্তিতে
 বিভিন্ন ধর্মীয় সমস্যার প্রদত্ত সমাধান যা এবিষয়ে বিজ্ঞ ব্যক্তিগণ প্রদান করেছেন।  মাজহাব হল ,  কোরআন -সুন্নাহর তে অঅস্পষ্ট আয়াতও হাদীস   গুলুর ব্যাখ্যা মাত্র।

 সুতরাং  কোন ইমাম ই রাসুলের কথার বাহিরে এক কদম ও দেননি । সুতরাং যেহেতু চার মাজহাবই ইসলামের মুল ৪ টি ভিত্তি তথা কোরআন ,সুন্নাহ, ইজমা, ও কিয়াসের আলোকে প্রণীত ।
আর এই ৪ টি মাযহাবের ব্যাপারে রাসুলের সাঃ  ও সমর্থন ছিল।যা আমরা মুয়াজ রা” এর হাদিসের মাধ্যমে জানতে পারি। তাহলে মাজহাব মানার মানেই হল রাসুলের কথা মানা ।

এখানে একটা প্রশ্ন? হাদিস শরীফে মূলত পাওয়া যায়, কুরআন –সুন্নাহ মানার কথা তাহলে মাযহাব মানার দরকার কি?

হাদিসের কথা অবশ্যই ঠিক ।কিন্তু কুরআন –সুন্নাহর প্রত্যক্ষ –পরোক্ষ , সুস্পষ্ট –অস্পষ্ট ও পরস্পর বিরোধপূর্ণ জটিল বিষয়ের যথাযথ সমাধান বের করে তা অনুসরণ করে মূল লক্ষে যাওয়া সকলের পক্ষে মোটে ও সম্ভবপর নয়। বরং এ সকল বিষয়ে পূর্ণ পারদর্শী ব্যক্তি বর্গের দেওয়া সমাধান মেনে চলেই মূল লক্ষে যাওয়া সম্ভব।

এখানে অনেকে প্রশ্ন করেন, এক সময় বাংলায় কোরআন হাদিস ছিলনা তাই আমরা মৌলবীদের কথা মেনেছি। এখন আর দরকার নাই। কেননা বাংলায় কোরআন ও হাদিসের অনেক বই পাওয়া জায়।তাই আমরা এগুলু দেখে দেখে আমল করব???????
এদের উত্তরে আমি প্রথমে - বলবো ভাই দেখুন, আপনি হয়ত বাংলা পড়তে পারেন। কিন্তু আমাদের দেশে লাখো মানুষ আছে যারা বাংলা পড়া থাক দূরের কথা তারা তো ক,খ ই চিনেনা এদের কি হবে? এমন আবস্হা পূবেও ছিল  ,আছে এবং থাকবে ৷ তাছাডা আরবী কোরআন হাদীসতো বাদই দিলাম বিশ্বে এখনও লাখো-কুটি মুসলিম এমনও রয়েছেন যারা আরবী কোরআন হাদীস পড়তে পারেনা ,ব্যখা জানাতো দূরের কথা ৷

 দ্বিতীয়ত  -শুধু বই পড়েই সব জিনিসের সমাধান দেয়া যায়না । বিশেষ করে ঐ সকল জিনিস যে গুলুর জন্য রয়েছে কিছু নীতি মালা ও কোর্স , প্রশিক্ষণ । যেমন , ডাক্তারি বিসয়গুলু। বাংলায় এবিষয়ে বইয়ের কোন অভাব নেই। বরং ফুটপাথেও পাওয়া যায়। অনুরূপ উকিলি, সংবিধান থেকে নিয়ে সকল আইনের বই কিন্তু কিনতে পাওয়া যায়। এখন বলুন তো কেউ একজন যদি এ বই গুলু কিনে এনে আগা –গোঁড়া মুখস্ত করে ফেলে এবং অনায়েসে বলতে পারে সরকার কি তাকে ডাক্তার / উকিল হিসেবে সার্টিফিকেট দিবে? আর আপনিও সমস্যা নিয়ে তার কাছে যাবেন ? অথবা আপনি নিজে বাংলা পরে নিজের চিকিৎসা ও আইনি বিষয় সমাধান করেন? সেক্ষেত্রে তো ঠিকই বলবেন যে এ গুলু আমার কাজ না। এ প্রশ্নের যে জবাব যারা মাজহাব মানবেনা বলে তাদের ও একি জবাব।

তাছাড়া আমরা সকলের জন্য সমহারে মাজাহাব মানা ওয়াজিব এ কথা ও তো বলিনা । বরং আমরা বলি মাজহাবের রয়েছে বিভিন্ন স্তর । যাদের এজতেহাদ করার ক্ষমতা আছে তাদের  জন্য অন্য কারো  মাযহাব মানার প্রয়োজন নেই ৷    আর যাদের কাছে এজতেহাদ করার ক্ষমতাতো দূরে থাক কোন কিছু পড়তে ও জানেনা  তাদের  জন্যই মাযহাব বা তাকলীদ ৷  


                         

; আমাদের অনেক ভাই বলেন, মাযহাব মানার কোন দলীল নাই। বরং এটা ভিত্তিহীন, বানানো ,বিদাআত। আসলে কি তাই?
************************************************************************* 

উত্তরঃ না ভাই, কথাটি সঠিক নয়। মাযহাব মানার অবশ্যই দলীল প্রমান আছে। আমাদের কে প্রথমে একটা বিষয় পরিষ্কার করতে হবে। তা হল, মাজহাব মানার অর্থ কি? এর একটা অর্থ হতে পারে কোরআন –সুন্নাহ বাদ দিয়ে কোন ব্যক্তির কথা মানা ।
আরেকটা অর্থ হল, ধর্মীয় বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কোন বিজ্ঞ ব্যক্তির ফায়সালা মেনে নেওয়া। যা তিনি কোরআন –সুন্নাহ কে সামনে রেখে প্রদান করেছেন। তার থেকে বর্ণিত প্রতিটি মাসালায় তিনি কোরআন – হাদিসকে ই প্রাধান্য দিয়েছেন। সুতরাং এদের কথা মানার অর্থই হল , কোরআন হাদিস মানা । মূলত এদেরকে মানা উদ্দেশ্য নয়, এবং মানাও হয়না । বরং তাদের দেখান মূলনীতি অনুযায়ী কোরআন- সুন্নার উপর আমল করা ই উদ্দেশ্য , এবং তাই করা হয়। এমন নয় যে, তারা একেকটা নতুন নিয়ম-কানুন  দাড় করিয়েছেন।আর আমরা এ গুলোর অনসরন করছি। সারকথা, দ্বীন মানার জন্য তাদের মাতামত গুলু কে সহায়ক হিসেবে নেয়া হয় মাত্র।


কুরআনের আলোকে মাযহাব 
***********************
কুরআনের মোট ৩ টি আয়াত এবিষয়ে দলীল  হিসেবে তুলে ধরছি ।
১ ম আয়াতঃفا سئلوا اهل الذكر ان كنتم لاتعلمون তোমাদের কোন বিষয়ে জানা না থাকলে আহলে ইলমদের নিকট জিজ্ঞাসা কর । সুরা, আল আম্বিয়াঃ৭,ও সুরা আন নাহালঃ৪৩,
টীকাঃ এ আয়াত যদিও বিশেষ ঘটনার সাথে যুক্ত । কিন্তু কুরআনের একটি মূলনীতি হল, যে ঘটনাকে কেন্দ্র করে তা নাযিল হয়েছে তা এতে সীমাবদ্ধ থাকেনা।বরং শব্দের ব্যাপক অর্থ ব্যাবহার হবে।
বিশ্লেষণঃ দেখুন, আয়াতটির হুকুম রহিত হয়নি।
আয়াতে বলা হচ্ছে,অজানা বিষয়ে বিজ্ঞ লোকদের অনুসরণ করার জন্য। এখন আমরা যদি বলি , না তাদের অনুসরণ কারা যাবেনা । তাহলে এটা কি কোরআনের বিরোধিতা হবেনা।

আর অজানা বিষয়ে বিজ্ঞদের অনুসরণ করার নাম ই হল , তাকলিদ। সুতরাং তাকলিদ কোরআন দ্বারা প্রমাণিত।


আল্লামা খতীবে বাগদাদি (রাহ)বলেন, করান-সুন্নার যে সকল বিষয়ে সাধারণ লোক সরাসরি শরীয়তের বিধান আহরণে অক্ষম, তাদের জন্য কোন বিজ্ঞ আলেমের তাকলিদ করা আল্লাহর নির্দেশ মোতাবেক জায়েজ।সুত্রঃ আল ফাকিহ ওয়াল মুতাফাককিহ ৩০৬।

আল্লামা ফাখ্রুদ্দিন ও আল্লামা আলুসি উক্ত আয়াতের তাফসীরে লিখেন, উপরুল্লিখিত আয়াতের ভিত্তিতে অনেকে ই মুজতাহিদ ইমামগনের তাকলিদ বৈধ ও অনভিজ্ঞ সবাইকে বিজ্ঞ মুজতাহিদের শরণাপন্ন হওয়া ওয়াজিব বলেন।
সুত্রঃতাফসিরে কাবির১৯/১৯,রুহুল মায়ানি-১৪/১৪৮, মাঝহারি- ৫-৩৪২, লুবাব-১২/৬১, কুরতুবি ১০/৭২

২য় আয়াতঃ اطيع الله واطيع الرّسول وأولى ألامر من كم الخহে ইমানদারগণ ! আল্লাহ ও তার রাসুলের আনুগত্য কর।আর আনুগত্য কর তোমাদের মধ্যে যারা “ উলিল আমর” তাদের । সুরা আন নিসাঃ ৫৯
বিশ্লেষণঃ দেখুন , আয়াতে আল্লাহ ও তার রাসুলের পাশাপাশি উলিল আমরের আনুগত্য করতে বলা হয়েছে।আসুন, দেখি এ ব্যাপারে মুফাসসির গণ কি বলেন।তাফসির গ্রন্থাবলিতে উলিল আমরের ২ টি তাফসীর পাওয়া যায়। ১মঃ কুরআন- সুন্নার ইলমের অধিকারী ফাকিহ ও মুজতাহিদগণ। ২য়ঃ মুসলিম শাসক বর্গ । ১ম তাফসীর টি অধিক গ্রহণযোগ্য । কেননা , এর পক্ষে মতামত দিয়েছেন, হযরত জাবের, এবনে আব্বাস, মুজাহিদ, আতা বিন আবি রাবাহ, আতা বিন সাইব, হাসান বাসরি ও আলিয়াহ (রাহ) এর মত সেরা মুফাসসিরগন । মাত্র দু একজন ২য় মত টি ব্যক্ত করেছেন।

আল্লামা রাযি (রাহ) প্রথম তাফসীরের সমর্থনে সারগর্ভ যুক্তি প্রমান অবতারনা করে বলেছেন, বস্তুত আয়াতে উলিল আমর ও উলামা শব্দ দুটি সমার্থক।
ইমাম আবু বাকার (রাহ) বলেন , এখানে মূলত কোন বিরোধ নেই। মূলত উলিল আমর শব্দ টি ব্যপক। সুতরাং ধর্মীয় বিষয়ে ১ম তাফসীর গৃহীত হবে। আর আহকাম ও মাসআলার ক্ষেত্রে ২য় তাফসীর গ্রহন হবে। আয়াতের অর্থ হবে, তোমরা রাজনীতি প্রশাসনিক ক্ষেত্রে শাসকবর্গের কথা আর আহকাম ও মাসআলার ক্ষেত্রে আলিমগণের ইতায়াত কর । সুত্রঃ আহকামুল কুরআন-২/২৫৬,তাফসিরে কাবির-৩/ ৩৩৪ ।
মোট কথাঃ আলোচ্য আয়াতের আলোকে আল্লাহ ও রাসুলের ইতায়াত যেমন ফরয তেমনি কুরআন ও সুন্নার ব্যাখ্যা দাতা হিসেবে আলিম ও মুঝতাহিদ্গনের ইতায়াত ও ফারয।

আয়াতের শেষাংশের ব্যাখ্যা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন, যেখানে বলা হয়েছে মতবিরোধ পূর্ণ ব্যাপারে আল্লাহ ও তার রাসুলের দিকে ফিরার জন্য । এ ব্যাপারে আমরা বলবো, মূলত এ দ্বিতীয়াংশের মাধ্যমে ফকিহ ও মুজতাহিদদেরকে উদ্দেশ্য করা হয়েছে। সাধারন মানুষের জন্য নয়। যা আহলে হাদিসদের  ইমাম জনাব নবাব সিদ্দিক হাসান খান তার লিখিত কিতাব “ফাতহুল বায়ান “ নামক গ্রন্থে ও  স্বীকার করেছেন, তার ভাষায়ঃوالظاهرأنّه خطاب مستقلّ مستأنف موجّه للمجتهدين স্পষ্টতই এখানে মুজতাহিদ গণকে সতন্ত্রভাবে সম্ভোধন করা হয়েছে। এ দুটি আয়াতের আলোচনা বিস্তারিতভাবে করলাম। আশা করি আমার লা মাজহাবী ভাইগণ একটু হলেও চিন্তা করবেন।
তৃতীয় আয়াত: والتّبع سبيل من أناب اليّ যে আমার অভিমুখী হয়েছে , তুমি তার পথ অনুসরণ কর। সুরা আল লোকমানঃ ১৫
এ আয়াতে মূলত আবু বাকার (রা) মতান্তরে সা”দ ইবনে ওয়াককাসের ব্যাপারে মন্তব্য করা হলেও কোন কোন তাফসীর কারক বলেছেন, এখানে উদ্দেশ্য হল , ধর্মানুরাগী মুসলমান । আল্লামা জমখসরি লিখেন,আল্লাহ অভিমুখী বলতে মুমিনদের পথ বুঝানো হয়েছে। কাজেই আয়াতের অর্থ হল, তুমি দ্বীন ধর্মের ক্ষেত্রে মুমিনগণের পথ অনুসরণ কর। সুত্রঃ আল কাসসাফ-৩/৪৭৯।
হে আল্লাহ! আমাদের কে সরল পথে পরিচালিত কর ।অর্থাৎ তাদের পথে যাদের কে তুমি নেয়ামত দান করেছ,
  
সাহাবা যুগে তাকলিদ
******************

প্রশ্নঃ আমাদের অনেক ভাই বলেন, সাহাবা যুগে তাকলিদ ছিলনা। তাই আমরা ও কারো তাকলিদ করবোনা । / মাজহাব মানবনা। এটা কি ঠিক ?
উত্তরঃ না ভাই, এটা মোটেও ঠিক নয়। দেখুন , আমি আবারও একটা বিষয় পরিষ্কার করছি। মাজহাব মানা/ তাকলিদ করার মানে কিন্তু এই নয় যে কোন ইমাম মনগড়া কথা বলে যাবেন , আর আমরা তা মেনে নেব। বরং তাক্লিদ/ মাজহাব মানার অর্থ হল, একজন ধর্ম বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি কুরান-সুন্নার আলোকে বিভিন্ন সমস্যার সমাধান দিবেন , আর যারা এ বিষয়ে জানেনা বা জানার সুযোগ নেই তারা তার কথা মতে আমল করবে। এ পদ্ধতি সবসময় ছিল। বরং রাসুলের যুগেও সাধারণ সাহাবায়ে কেরাম , যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন তারা আলেম সাহাবাদের কাছ থেকে জেনে আমল করতেন। আমাদের যে ভাইগণ মাজহাব না মেনে সরাসরি কোরআন হাদিেসর উপর আমল করবেন বলেন, তারাও কিন্তু প্রতিটি কাজ কোরআন হাদিস খুলে তারপর করেন না ।

 বরং তার নিকট গ্রহন যোগ্য শাইখ/ ইমামের কথা মানেন এবং তার রেফারেন্স দেন। যেমন , শাইখ  গালিব, জাকির নায়েক, বিন বাজ , আল বানি, ইত্যাদি।
সুতরাং আমরা হানাফি মাজহাব মানার অর্থ হল, ইমাম আবু হানিফা (রাহ”) কোরআন সুন্নার আলোকে যে সমাধান দিয়েছেন তা মানি। অর্থাৎ তার রেখে যাওয়া উসুল অনুযায়ী কোরআন হাদিস বুঝার চেষ্টা করি। এটা অবৈধ কিছু নয়। কেননা হাদিস যাচাই বাছাই করার বর্তমান নিয়ম কিন্তু রাসুলের যুগে ছিলনা । পরবর্তীতে আবিষ্কার হয়েছে। আমরা কিন্তু সেগুলু ঠিকই মানছি । তাহলে উসুলে ফিকহ মানতে সমস্যা কি? এখন আসা যাক মূল আলোচনায় ।

সাহাবা যুগে তাকলিদ

উপরোক্ত আলোচনা দ্বারা বুঝা গেল, মাজহাব/ তাকলিদ করার অর্থ হল ধর্মীয় অজানা বিষয়ে বিজ্ঞ লোকের কথা মানা। এ অর্থে সাহাবা যুগেও এর প্রচলন ছিল। কিন্তু যেহেতু আমাদের ৪ ইমামের আগমন সাহাবা যুগের পর তাই সাহাবারা আমাদের ইমাম দের অনুসরণ করেছেন কিনা ? এমন প্রশ্ন হাস্যকর । হ্যাঁ , প্রশ্ন হতে পারে এর প্রচলন তাদের যুগে ছিল কিনা? এর উত্তরে আমরা বলব , জি ভাই ছিল ।

যেমনঃ ১ ম প্রমানঃ
 হযরত আস ওয়াদ বিন ইয়াযিদ বর্ণনা করেন, মু”আজ ইবনে জাবাল গভর্নর হিসেবে ইয়ামানে আগমন করলে আমরা তাকে জিজ্ঞাসা করি, জনৈক ব্যক্তি ১ কন্যা ও ১ বোন রেখে মারা গেছে। এখন তাদের মাঝে সম্পদ বণ্টনের পদ্ধতি কি হবে? তদুত্তরে তিনি প্রত্যেকের অংশ অর্ধেক বলে সমাধান দেন। বুখারি শরিফ – ৮/৩৫১, হাঃ ৬৭৩৪

পর্যালোচনাঃ
 ক* মুয়াজ( রা ) একজন নির্ধারিত ব্যক্তি মাত্র। ইয়ামান বাসী তার অনুসরণ করা ওয়াজিব ছিল। অন্যথায় তাকে প্রেরণ অনর্থক ও অহেতুক গণ্য হবে। জা নবীর সা, শানের খেলাফ।
খ, মুয়াজের ইয়ামান গমন রাসুলের যুগেই ছিল। এর মাধ্যমে নির্ধারিত ব্যক্তির অনুসরণ রাসুলের যুগেই শুরু হল। কেননা , রাসুলের জীবিত থাকাকালীন যাবতীয় বিষয়ে মুয়াজের অভিমত দলীল হিসেবে গ্রহণযোগ্য ছিল।
গ, প্রশ্ন ও উত্তর কোথাও দলিল উত্থাপন করা হয়নি। বরং তার প্রতি সুধারনার ভিত্তিতে তার কথা মানতে বাধ্য ছিলেন। এটাই তাক্লিদে সাখছি।

২য় প্রমানঃ
জনৈকা সাহাবী রাসুল (সা) এর কাছে আরয করেন, ইয়া রসুলাল্লাহ!আমার স্বামী জিহাদে গেছেন।তিনি থাকাবস্তায় আমি তার নামায ও অন্যান্য আমল অনুসরণ করতাম। তার আসা পর্যন্ত আমাকে এমন আমল বলে দেন, যা তার সমপর্যায়ে হবে।সুত্রঃ মুসনাদে আহমাদঃ৩/৪৩৯, তাব্রানি ২০/১৯৬,হাঃ৪৪১, মুস্তাদ্রা কে হাকিম২/৭৩ হাঃ ২৩৯৭।

পর্যালোচনাঃ
 দেখুন, হাদিসে মহিলা নামায সহ যাবতীয় আমলে তার স্বামী তথা ১ ব্যক্তির অনুসরণ করার কথা বলছেন, অথচ রাসুল কিছুই বল্লেন্না। এতে তাকলিদে জায়েজ হওয়ার ইংগিত পাওয়া যায়।

তৃতীয় প্রমানঃ
 রাসুলুল্লাহ সা, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাঃ , ব্যপারে  বলেন,আমি তোমাদের জন্য তাই পছন্দ করি ইবনে মাসুদ যা পছন্দ করে।সুত্রঃ রে ইরশাদ মুসতাদরাক – ৩/৩১৯ হাঃ৫৩৯৪ । ইমাম জাহাবি ও হাকিম হাদিস টি কে সহিহ বলেছেন।

দেখুন, হাদিসে ইবনে মাসুদের পছন্দই রাসুলের পছন্দ বলে মত ব্যক্ত করা প্রমান বহন করে তার কথা অনুযায়ী অন্যরা আমল করলেও তা রাসুলের নিকট গৃহীত হবে। এর মাধ্যমে ও তাকলিদে শাখসি প্রমাণিত হয়।

উল্লেখ্য, হানাফি মাযহাবের মাসআলা – মাসাইল বেশীর ভাগ  ইবনে মাসুদের  রাঃ বর্ণনা ও আমলের ভিত্তিতে ই হয়েছে।

৪র্থ প্রমানঃ
মদিনাবাসীর তাকলিদ।
একদল মদিনাবাসি হযরাত ইবনে আব্বাস কে মাসআলা জিজ্ঞেস করল যে, ফরয তাওয়াপের পর বিদায়ী তাওয়াপের আগে যদি কোন মহিলার ঋতুস্রাব শুরু হয় তাহলে কি করবে? উত্তরে তিনি বললেন, বিদায়ী তাওয়াফ না করে মক্কা শরীফ ত্যাগ করতে পারবে । মদিনাবাসি যাইদ বিন সাবিতের অনুসরণ করতেন। তাই তারা বলল, আমরা যাইদ কে উপেক্ষা করে আপনার কথা মানতে পারিনা। যেহেতু আপনার ফাতওয়া যাইদের বিপরীতে । সুত্রঃবুখারি-২/৫৪১ ( ১৭৫৮-১৭৫৯)দেখুন, এখানে মদিনা বাসী যাইদ(রা) এর অনুসরণ করতেন যা তাকলিদে শাখসি ছিল। তাই তারা ইবনে আব্বাসের কথা সরাসরি না মেনে বলল ,আমরা আগে জাইদ কে জিজ্ঞাসা করি, তারপর। অথচ এ মাসআলায় ইবনে আব্বাস সঠিক ছিলেন। পরে ইবনে আব্বাস তাদেরকে বুঝিয়ে বললেন, তাহলে তোমরা মদিনায় গিয়ে উম্মে সুলাইম কে জিজ্ঞাসা করে নিবে।সুত্রঃ আবু দাউদ-তায়ালাসি প্রঃ২২৯ পরবর্তীতে তারা তাই করল। যাইদ বিন সাবিত ও বিষয়টি তাহকিক করে ইবনে আব্বাসের কথা মেনে নেন। দেখুন, কি অপূর্ব অনুসরণ। সাধারনরা এমনিতেই মেনে নিল । আর যিনি বিজ্ঞ , তিনি তাহকিক করার পর মেনে নিলেন। সুতরাং সাহাবারা কারো অনুসরণ করেননি এমনটা বলা ঠিক হবেনা।


তাছাডা নবী সাঃ পৃথিবী থেকে বিদায়ের পর সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল প্রায় ১৪৪০০০ তনমধ্যে ১৪৯ জন ছিলেন মুজতাহিদ ছাহাবী  ,আর বাকীরা ছিল সাধারন তবকার সাহাবী অথাত তাদের মধ্যে ঐ রকম   এজতেহাদ করার ক্ষমতা ছিলনা ,আবার মুজতাহিদ ছাহাবীদের   
 মধ্যে ৭ জন ছিলেন ১ম তবক্বা ২০ জন ছিলেন ২য় তবক্বার ও ১২২ জন ছিলেন ৩য় তবক্বার , গডে এ ১৪৯জন  মূলত এ মুজতাহিদ ছাহাবীদের  তাকলীদ করে ছিলেন প্রায় লক্ষাধীক ছাহাবায়ে কেরাম
সুতরাং ছাহাবীদের যুগেই মুলত তাকলীদের সূচনা ৷






 

১২টি মন্তব্য:

  1. bhaia aponar sondor jokti porno lekhar jonne dhonnobad.

    tar pore bolbo hedayat allah ta'ala theke ase, ami aponi just chesta korte parbo. er besi korar khomota amader keno kono nobi, rasul (s) der o chilona...

    ekhon asen mol kothay..

    aponar sob kothar proti ottore likhte gele onek somoyer dorkar gener dorkar..

    tai ami olpo gen theke ja bojte pari tai ollekh korlam
    asha kori pore judi amar lekhar moddhe kono bhol ba ondho biswas pan ta amake sodhranor chesta korben.. allah aponar bhalo korben InShaAllah.

    point no (1) : aponi mazhab niye onek kotha bollen.. ebar ami amar gen diye mazhab nije kicho ktha bolte chai asha kori quran hadith er aloke bichar kore kotha bolben and answer diben..

    Mazhab hocche manoser mot onojai kicho niom kanon ja islam er kicho niom kanon ba quran hadith er bekkha k vinno vinno babe dar koranor chesta ba dar korano... & protteker mot kei sothik bole bibechona kora...

    ami bolchina tara quran hadith er bahire..

    tara quran hadith k ba tar ortho k vinno vinno bhabe oposthapon korechen tader gen onojaie ba tader biswas onojaie... (allah bhalo janen)

    tai ami bolbo manos matroi bhol hoy.. nobi rasol chara.. (allah tader belay specialy take care koren)

    nobi rasol chara onno je kono manoser dara bhol hote pare..
    - tader chintay bhol hote pare
    - tader korme bhol hote pare
    - tader viswas a bhol hote pare
    - tader bekkhay bhol hote pare

    ami bolchina sob kichoi bhol, but bhol abong soddho 2 toi ache .. judi apni amar ei alochonar sathe ekmot hon tobe mone korbo aponi ekjon sottikar manos, then aponar sathe alochona kora jay...


    ekhon asen judi ami majhab er kotha boli.

    1. Hanafi : ( bhol soddo miliye hanafi mazhab )
    especialy eta ekti mitthe kotha ja hanafi er name chalano hoy... imam abu hanifa mrittor 150-200 bochor por ki kore hanafi ekti mazhab chalo koren?

    onar name mitthe totto diye ei mazha namer ei rasta toiri kora hoyeche jani na er gontobbo kothay .. jnnat or onno kono jaygay..

    2. Hamboli: ( bhol soddo miliye hanafi Hamboli )

    3. safi: ( bhol soddo miliye hanafi Safi )

    4. Maliki : ( bhol soddo miliye hanafi Maliki )

    Judi kew bole 4ti majhab e sotik ta manoser sathe dhokabaji chara r kichoi noy... allah tader bepare bhalo janen.. tader moner oddesso allah janen..


    ** ki kore janben konti bhol konti sotik ?

    jachai korar jonne aponi hanafir ekti biswas select kore.. ta onno 3ti mazhab ki bhole dekhen... quran hadith ki bole dekhen... aponar kache onek jokti ba hadith ba jal hadith .. bhol biswas .. sob kicho poriskar hoye jabe..

    aj ekhanei ses koralm..

    aponar sondor answer er opekkhay ....

    ami office time e lekhlam... r bangla lekhar sobida nei tai sorry..

    amar sathe jogajog:
    faceboo/sharifgd
    skype/sharifgd
    yahoo/sharifgd
    nimbuzz/sharifgd
    twitter/sharifgd

    thanks

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. jukti dia islam cholena. keo keo boltese vul- suddho milea naki hanafi- safeye- maleki- hambloi majhab. tai egulo manno kora jabena.
      Quran hadiser gan na thakle ja hoi tai r ki.
      Rasul sm ikhtilafpurno hadisgulote osonkho jaygay bole gesen j Mujtahidgon Istehad kore jodi somadhan dan r tader somadhan jodi vinno vinno hoi tobe kono motei gunah nai uvoy motei souab.
      r ai jonnoi kono majhab e kono vul nai sob majhab Rasul sm somorthito.
      Allahor rasul sm sohih hadise bolen, mujtahid goner bekkha jodi sothik hoi tahole pabe 2 souab r vul hole pabe 1 souab.
      Majhab sonkranto j kono jotilota dur korte nikothosto koumi madrasay prosno korun.

      মুছুন
  2. াব্দুল্লাহ ভাই আপনাকে অনেক শুক রিয়া যে আপনি অতি সংক্ষেপে পুরো বিষয় টা সুন্দর ভালে তুলে ধরেছেন। আল্লাহ আপনাকে আর বেশি দীনের খিদ মাত করার তওফিক দিন।
    treatmeasa friend ভাই কে বল বো আপ নি উপরের লিখা গুলো ভালভাবে পরে এবং হাদিস গুলো যাচাই করে তারপর পোস্ট করবেন।
    কারন আপনার একটা কথায় কেও যদি জাহান্নামি হয়ে যায় বা হাদিস কে অস্বীকার করে তাহলে এর জন্য দায়ী কিন্তু আপনি হবেন। আল্লাহ আমাদে র কে মাফ করে দিন। এবং সবাই কে একসাথে দিনের কথা মানার এবং আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করেন।

    উত্তরমুছুন
  3. just upporer majhab topics ti porlam. lekhok majhaber pokkhe onek jukti tule dhorecen jeta sotti valo dik. apnar juktir prekkhite ami kicu jukti tule dhorlam. asa kori talgacti amar ei bicarer baire bicar korben. agei bole rakhi, ami kono islami cintabid noi, ba islam line study o korini..just quran hadis somporke jtuku suneci, jeneci, tar prekkhite sokol resaresir urdhe juktigulo tule dhorlam.
    apni bolecen: যে সকল বিষয়ে সাধারণ লোক সরাসরি শরীয়তের বিধান আহরণে অক্ষম, তাদের জন্য কোন বিজ্ঞ আলেমের তাকলিদ করা আল্লাহর নির্দেশ মোতাবেক জায়েজ।biggotar prosne MOHANOBI (SM) ki jothesto noi?
    vai sahabader juge taklid somporke bolecen:দেখুন , আমি আবারও একটা বিষয় পরিষ্কার করছি। মাজহাব মানা/ তাকলিদ করার মানে কিন্তু এই নয় যে কোন ইমাম মনগড়া কথা বলে যাবেন , আর আমরা তা মেনে নেব। বরং তাক্লিদ/ মাজহাব মানার অর্থ হল, একজন ধর্ম বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি কুরান-সুন্নার আলোকে বিভিন্ন সমস্যার সমাধান দিবেন , আর যারা এ বিষয়ে জানেনা বা জানার সুযোগ নেই তারা তার কথা মতে আমল করবে। tahole jodi amon hoi amra j jinisgulor somadhan sorasori quran, hadis thek pacci sekhetre majhab keno? majhabto ijma r kiaser aloke toiri. aj bivinno majhabe kicu kicu bapare vinnota dekha jai, seta vinno vinno somoi toknonkar pristhiti, poribeser aloke bakkha dea. but akonkar kethe jodi ijmar asroi nei sekhetre oi bakkhar change houata savabik.
    vai bolecen: আমাদের যে ভাইগণ মাজহাব না মেনে সরাসরি কোরআন হাদিেসর উপর আমল করবেন বলেন, তারাও কিন্তু প্রতিটি কাজ কোরআন হাদিস খুলে তারপর করেন না ।ke korenna seta tar somossa, but amonoto oneke acen jara quran hadiser upor amol koren seta keno dekbona?
    vai bolecen: আমরা হানাফি মাজহাব মানার অর্থ হল, ইমাম আবু হানিফা (রাহ”) কোরআন সুন্নার আলোকে যে সমাধান দিয়েছেন তা মানি। অর্থাৎ তার রেখে যাওয়া উসুল অনুযায়ী কোরআন হাদিস বুঝার চেষ্টা করি। এটা অবৈধ কিছু নয়
    apni kintu gurranty dea bolenni j seta sompurno boidho. but Quran Hadis j sompurno boidho setar gurranty ace r seta sorbojon sikrito. tahole boidho ki oboidho..jaej naki najaej ei donde na theke eita ki better noi sobai ekta matro pothe coli.
    vai bolecen: হযরত আস ওয়াদ বিন ইয়াযিদ বর্ণনা করেন, মু”আজ ইবনে জাবাল গভর্নর হিসেবে ইয়ামানে আগমন করলে আমরা তাকে জিজ্ঞাসা করি, জনৈক ব্যক্তি ১ কন্যা ও ১ বোন রেখে মারা গেছে। এখন তাদের মাঝে সম্পদ বণ্টনের পদ্ধতি কি হবে? তদুত্তরে তিনি প্রত্যেকের অংশ অর্ধেক বলে সমাধান দেন।
    tinio kintu hadiser aloke somadhan diecilen seta tar mongora somadhan cilona. tahole jekhane amra quran hadiser aloke somadhan pacci tahole keno car vage bivokto hobo?
    vai bolecen: ২য় প্রমানঃ
    জনৈকা সাহাবী রাসুল (সা) এর কাছে আরয করেন, ইয়া রসুলাল্লাহ!আমার স্বামী জিহাদে গেছেন।তিনি থাকাবস্তায় আমি তার নামায ও অন্যান্য আমল অনুসরণ করতাম। তার আসা পর্যন্ত আমাকে এমন আমল বলে দেন, যা তার সমপর্যায়ে হবে।সুত্রঃ মুসনাদে আহমাদঃ৩/৪৩৯, তাব্রানি ২০/১৯৬,হাঃ৪৪১, মুস্তাদ্রা কে হাকিম২/৭৩ হাঃ ২৩৯৭।

    পর্যালোচনাঃ
    দেখুন, হাদিসে মহিলা নামায সহ যাবতীয় আমলে তার স্বামী তথা ১ ব্যক্তির অনুসরণ করার কথা বলছেন, অথচ রাসুল কিছুই বল্লেন্না। এতে তাকলিদে জায়েজ হওয়ার ইংগিত পাওয়া যায়।
    taklid j najaej na eita thik ace, kintu amrder ki ucit noi ekmatro jokhon amra quran hadiser aloke kono bakkha na pabo tokhon others taklider asroi nea. after all amader prodhan taklid e to hoccen Muhammad (SM)
    vai bolecen: রাসুলুল্লাহ সা, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাঃ , ব্যপারে বলেন,আমি তোমাদের জন্য তাই পছন্দ করি ইবনে মাসুদ যা পছন্দ করে।l
    eita to erokomo hote pare rasul SM koekjon sahabir kac thek poramorso niten ebong thokontader moddho আব্দুল্লাহ ইবনে মাসুদ রাঃ er poramorsota tar kace grohon joggo mone hoece tai tini uktiti korecen.
    tar mane ei noi tini take onusoron korecen. poramorso nea r onusoron kora ek kotha noi.

    r sobses kotha holo khilafoter juge jokhon j khelafot prodhaner daitto grohon korecen tokhon kono bisoier somadhan quran hadiser aloke paoa na gele ba durbol hadis ba dui hadiser moddho kicuta parthokko thakle tini sei somoi er prekkhapote ijmar asroi niecilen, tar mane ei noi oi rule onujai amader colte hobe....mone rakhte hobe tara quran hadiser baire kono decision nenni tobe poristhiti poribeser jonno tader kicu kaje kicuta parthokko dekha jai. so amader ucit hobe sokol biveder urdhe thek ekti matro rule onusoron kora.


    উত্তরমুছুন
  4. আল্লাহ তা’আলা কুরআনের সূরা আন-আমর এর ১৫৯ নম্বর আয়াতে বলেছেন ‘যারা দ্বীন সন্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন, দলে বিভক্ত হয়েছে হে নবী! তাদের সাথে তোমার কোনও সম্পর্ক নেই; তাদের বিষয় আল্লাহর ইখতিয়ারভুক্ত। বর্তমানে সারাবিশ্বে মুসলমানের সংখ্যা একশ আশি কোটিরও বেশী। পৃথিবীর প্রত্যেক তিনজন ব্যাক্তির মধ্যে একজন মুসলমান। অমুসলিমদের কাছে আমরা অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীরা মুসলমান বলে পরিচিত হলেও মুসলিমরা নিজেদের মধ্যে অনেক নামে পরিচিত। যেমন, হানাফী, শাফেয়ী, মালেকী, হাম্বলী প্রভৃতি। এই নাম গুলি আল্লাহ বা মুহাম্মাদ (সা) এর দেওয়া নয় এমনকি যাঁদের নামে এই মাযহাব তৈরি করা হয়েছে তারাও এই নাম গুলো দেয়নি। মুসলমানদের মধ্যে প্রচলিত চারটি মাযহাব, দল বা ফিকাহ ইসলামের কোনো নিয়ম বা বিধান মেনে তৈরি করা হয়নি। কারন ইসলাম ধর্মে কোনো দলবাজী বা ফিরকাবন্দী নেই। মুসলমানদের বিভক্ত হওয়া থেকে এবং ধর্মে নানা মতের সৃষ্টি করা থেকে কঠোরভাবে সাবধান করা হয়েছে। এই মাযহাবগুলো রসুল (যা) এবং সাহাবাদের (রা) সময় সৃষ্টি হয়নি। এমনকি ঈমামগনের সময়ও হয়নি। চার ইমামের মৃত্যুর অনেক বছর পরে তাঁদের নামে মাযহাব তৈরি হয়েছে।

    উত্তরমুছুন
  5. jukti dia islam cholena. keo keo boltese vul- suddho milea naki hanafi- safeye- maleki- hambloi majhab. tai egulo manno kora jabena.
    Quran hadiser gan na thakle ja hoi tai r ki.
    Rasul sm ikhtilafpurno hadisgulote osonkho jaygay bole gesen j Mujtahidgon Istehad kore jodi somadhan dan r tader somadhan jodi vinno vinno hoi tobe kono motei gunah nai uvoy motei souab.
    r ai jonnoi kono majhab e kono vul nai sob majhab Rasul sm somorthito.
    Allahor rasul sm sohih hadise bolen, mujtahid goner bekkha jodi sothik hoi tahole pabe 2 souab r vul hole pabe 1 souab.
    Majhab sonkranto j kono jotilota dur korte nikothosto koumi madrasay prosno korun.

    উত্তরমুছুন
  6. কুরআনে অনেক বিষয় অস্পষ্ট আছে। আর সে বিষয়গুলো ব্যাখ্যা নবীজী করে গিয়েছেন যা হাদিসে সন্নিবদ্ধ আছে। অতএব এর বাইরে আর কোন দলীলেরই দরকার নাই। এখন কেউ যদি বলে কুরআনেতো ইন্টানেট ব্যবহারের অনুমতি নাই। এক্ষেত্রে কী করব? আমি বলব, মহাবিশ্বের সবকিছু যেহেতু আল্লাহর সৃষ্টি সেহেতু সব কিছু কল্যাণজনক উপায়ে ব্যবহার করা যাবে। কোন সমস্যা নেই। এই যে আমি কথাটা বললাম, আমি কিন্তু কোন ইসলামের পন্ডিত না। সাধারণ মানুষ। অতএব ইসলামের সমসাময়িক সমস্যার সমাধানের জন্য সাইনবোর্ডধারী আলেম হওয়া জরুরী না। ঐসব ভন্ড মাহযাবিরা ইসলামকে আজ খন্ডবিখন্ড করেছে। জুতা মারি ঐসব মাহযাবিদের মুখে।

    উত্তরমুছুন
  7. কুরআনে অনেক বিষয় অস্পষ্ট আছে। আর সে বিষয়গুলো ব্যাখ্যা নবীজী করে গিয়েছেন যা হাদিসে সন্নিবদ্ধ আছে। অতএব এর বাইরে আর কোন দলীলেরই দরকার নাই। এখন কেউ যদি বলে কুরআনেতো ইন্টানেট ব্যবহারের অনুমতি নাই। এক্ষেত্রে কী করব? আমি বলব, মহাবিশ্বের সবকিছু যেহেতু আল্লাহর সৃষ্টি সেহেতু সব কিছু কল্যাণজনক উপায়ে ব্যবহার করা যাবে। কোন সমস্যা নেই। এই যে আমি কথাটা বললাম, আমি কিন্তু কোন ইসলামের পন্ডিত না। সাধারণ মানুষ। অতএব ইসলামের সমসাময়িক সমস্যার সমাধানের জন্য সাইনবোর্ডধারী আলেম হওয়া জরুরী না। ঐসব ভন্ড মাহযাবিরা ইসলামকে আজ খন্ডবিখন্ড করেছে। জুতা মারি ঐসব মাহযাবিদের মুখে।

    উত্তরমুছুন
  8. lekha ta pore upokrito holam evabe facebook e o post deya start koren , facebook e majhab birodhi ank status dekhi so apnader keo er jobab deya proyojon. thanks

    উত্তরমুছুন
  9. ইমাম আজম আবু হানীফা রহ. এর জীবনী-তিনি কি ১৭টি হাদীস জানতেন?
    https://youtu.be/v6iDyiX6JoU

    উত্তরমুছুন
  10. যে বিষয়ে মাযহাব আবশ্যক এবং যে বিষয়ে আবশ্যক নয়-নামাজে সুরা ফাতেহা,আমিন বলার হুকুম
    https://youtu.be/qKuOVKGwTM4

    উত্তরমুছুন