Translate

সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

বাংলা ব্লগের শুরুঃবাংলা ব্লগ দিবসঃব্লগ থেকে বাংলা ই-বুকঃ



 ইন্টারনেটের দুনিয়ায় বিভিন্ন দেশের নিজ নিজ ভাষার রয়েছে শক্ত অবস্থান। নিজের মাতৃভাষায় নানা ধরনের কার্যক্রম ইন্টারনেটে চালিয়ে যাচ্ছেন অনেকেই। ইন্টারনেটে ব্লগ ধারণাটি এসেছে অনেক দিন হলো। ব্লগকে বলা যায় অনলাইন দিনপঞ্জি। শুরুতে ওয়েব ব্লগ নাম হলেও পরে ব্লগ নামের যাত্রা শুরু হয় ইন্টারনেটে ইচ্ছেমতো মত প্রকাশের এ জায়গাটির। শুধু একটি বিষয়েই সীমাবদ্ধ থাকেনি ব্লগ। রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান থেকে শুরু করে সাহিত্যচর্চায়ও ব্যবহার হচ্ছে ব্লগ। ভার্চুয়াল দুনিয়ায় পরস্পরের কাছে নিজের কথা আর সবার কথা জানতে, জানাতে ব্লগের বিকল্প নেই। ভিনদেশি বিভিন্ন ভাষায় অনেক আগে শুরু হলেও ওয়েবে বাংলা ব্লগের যাত্রা শুরু হয় ২০০৫ সালে। শুধু মনের ভাব প্রকাশই নয়, সারা বিশ্বের বাঙালিদের ভার্চুয়াল মিলনমেলা হয়ে উঠেছে বাংলা ব্লগ। নিজ ভাষায় মত প্রকাশের দারুণ এক মাধ্যম হয়ে উঠছেব্লগসাইটগুলো।

বাংলা ব্লগের শুরুঃ
শুরুর দিকে ইন্টারনেটের বিশাল দুনিয়ায় বাংলায় ব্লগ শুরু হয়েছে কিছু মানুষের ব্যক্তিগত আগ্রহে। তবে ব্যাপকভাবে এ কাজটি সামহোয়্যার ইন ব্লগের (http://www.somewhereinblog.net) হাত ধরে শুরু হয় ২০০৫ সালের ১৫ ডিসেম্বর। ‘বাঁধ ভাঙার আওয়াজ’ স্লোগানে ব্লগ-দুনিয়ায় বাংলার আগমন ঘটে এবং ধীরে ধীরে বাড়তে থাকে ব্লগের জনপ্রিয়তা।

ইন্টারনেটে মাতৃভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্যই শুরু হয়েছিল বাংলা ব্লগ। ইন্টারনেট বাংলা ভাষা চর্চার এ কাজটির ফলে বর্তমানে ভার্চুয়াল দুনিয়ায় নিজের ভাষায় লিখে চলছেন অনেকেই। সামহোয়্যার ইনের যাত্রা শুরুর পর

২০০৭ সালে আসে আরেকটি ব্লগসাইট সচলায়তন (http://www.sachalayatan.com)। এরপর চালু হয় আমার ব্লগ (http://www.amarblog.com)।

২০০৮ সালের নভেম্বরে প্রথম আলো ব্লগের (http://www.prothom-aloblog.com) যাত্রা শুরু হলে বাংলায় ব্লগচর্চা আরও বেগবান হয়।

প্রতিটি ব্লগেই বাংলায় মতামত প্রকাশ করে যাচ্ছেন অসংখ্য ব্লগার। শুধু যে বয়স্ক একদল লোকই করে যাচ্ছেন কাজটি, তা নয়। শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী ব্লগাররা মনের আনন্দে মাতৃভাষায় লিখে যাচ্ছেন নানা কথা। প্রথম আলো ব্লগের বিভাগীয় সম্পাদক সালাহ উদ্দিন জানান, ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহারকে সহজ করে তুলেছে বাংলা ব্লগ। শুধু তা-ই নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বুদ্ধিবৃত্তিক চর্চা ও গণতান্ত্রিক মানসিকতা তৈরিতে ব্লগ রাখছে বিশেষ ভূমিকা। এমন আয়োজন আর শেখার ব্যাপারটি বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব। শুধু এ মাধ্যমই নয়, কারিগরিভাবেও বর্তমানে বাংলা ব্লগের রয়েছে বিশেষ অবস্থান।

ব্লগাররাই প্রাণঃ
বাংলা ব্লগের শুরু থেকে এর চাহিদা ও ব্যবহার বেড়েই চলছে। কারিগরিভাবেও এর উত্তরোত্তর উন্নতি হচ্ছে। সামহোয়্যার ইন ব্লগে বর্তমানে নিবন্ধিত ব্লগারের সংখ্যা ৪১ হাজার এবং প্রতিদিনই বাড়ছে এ সংখ্যা—জানালেন সৈয়দা গুলশান ফেরদৌস। অন্যান্য বাংলা ব্লগেও বেড়ে চলছে ব্লগারের সংখ্যা।

বাংলা ব্লগের এমন অবস্থান আর উত্তরণ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ সাইটসহ অন্যান্য ওয়েবসাইটের চেয়ে শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে, জানালেন সালাহ উদ্দিন। একটি ব্লগেই নয়, প্রতিটি ব্লগ সাইটেই রয়েছে ব্লগাররা। প্রথম আলো ব্লগে বর্তমানে নিবন্ধিত ব্লগারের সংখ্যা ১৫ হাজার। ব্লগে যাঁরা লিখে থাকেন, সেসব ব্লগারই আবার অন্য একজনের ব্লগে নিজের মতামত দিয়ে থাকেন। মন্তব্য করেন অন্যের লেখা সম্পর্কে। ব্লগের শুধু যেমন পাঠক রয়েছে, তেমনি একজনই লেখক এবং পাঠক হিসেবেও চালিয়ে যাচ্ছেন ব্লগিং। ব্লগিংকে বর্তমানে খুব সহজে মতপ্রকাশের বিকল্প মাধ্যম হিসেবে বলা যায়, বললেন ব্লগার আইরিন সুলতানা।

কয়েকটি বাংলা ব্লগ আত্মপ্রকাশ করায় তৈরি হয়েছে বিভিন্ন শ্রেণীর ব্লগার, যাঁরা বিভিন্ন বিষয় নিয়ে লিখছেন। তবে ইন্টারনেটে বাংলায় লেখার এ সুবিধাটি ব্যবহারকারীদের আকৃষ্ট করছে আর সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে বাংলা ব্লগের ব্যাপ্তি, জানালেন ব্লগার মিলন।
কিছুটা ভিন্নমতও রয়েছে। ব্লগার একরামুল হক বলেন, ভবিষ্যতে বাংলা ব্লগের বিস্তার, কোথায় এর গন্তব্য—এসব নিয়ে চিন্তার সময় এসেছে। বাংলা ব্লগ যেমন ইন্টারনেটে বাংলায় ব্লগ লেখার সুযোগ দিচ্ছে, তেমন বিভিন্ন ধরনের বাংলা লেখার পাঠকও তৈরি করছে, বললেন ব্লগার নদী। আরেকটি ব্যাপারও তৈরি হচ্ছে বাংলা ব্লগের কারণে। নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান আর ব্লগারদের মধ্যে তৈরি হওয়া সম্পর্কের সূত্র ধরে নানা ধরনের কার্যক্রমও সম্ভব, জানালেন ব্লগার রাতমজুর। তবে ব্লগের মাধ্যমে সৃষ্টি হচ্ছে লেখকও।

ব্লগার সুলতানা শিরিনের মতে, বাংলায় ব্লগ থাকায় তৈরি হচ্ছে লেখক, যাঁদের পাঠক নিয়ে চিন্তা করতে হয় না। কারণ, ব্লগে যাঁরা লেখক, তাঁরা পাঠকও। ব্লগার নাঈম মনে করেন, নিজের ভাষায় লেখালেখির অভ্যাস তৈরির ক্ষেত্রে বাংলা ব্লগের বিশেষ ভূমিকা রয়েছে।

প্রতিদিনের নানা পছন্দ আর মজার জিনিস ছাড়াও নানা বিষয় জানাও সহজ হয় ব্লগের কারণে। পাশাপাশি ইন্টারনেটে সহজে বাংলা লেখার ক্ষেত্রটিও বেশ ভালো এমনই মতামত ব্লগার নয়নের। ব্লগারদের আগ্রহ আর ভালোবাসায় এগিয়ে চলছে বাংলা ব্লগের যাত্রা আর ইন্টারনেটে বাড়ছে বাংলার ব্যবহার।

বাংলা ব্লগ দিবসঃ
বাংলা ভাষায় ব্লগের এগিয়ে যাওয়াটা সুন্দর করে তুলতে ঘোষণা করা হয়েছে বাংলা ব্লগ দিবস। বাংলা ভাষাভাষীদের জন্য একটি বিশেষ দিন, যা বাংলা ব্লগকে তুলে ধরবে, ব্লগের ব্যাপারে সবাই জানবে এমনই উদ্দেশে ১৯ ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। গত বছরই এ দিনটি বিশেষভাবে পালন করে সামহোয়্যার ইন ব্লগ। প্রতিবছর দিনটিকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করা হবে।

ব্লগ থেকে বাংলা ই-বুকঃ
বাংলা ব্লগ শুধু নিজস্ব লেখাতেই সীমাবদ্ধ নয়। ব্লগারদের বিভিন্ন লেখা নিয়ে প্রকাশিত হয় নানা ধরনের আয়োজন। গত বছর মুক্তিযুদ্ধের ওপর ব্লগারদের উল্লেখযোগ্য লেখা নিয়ে বের হয়েছিল ফিরে দেখা ৭১ নামের একটি ই-বুক। এ ছাড়া প্রতিবছর বইমেলায় ব্লগের উল্লেখযোগ্য লেখা নিয়ে বের হয় অপরবাস্তব নামে একটি গ্রন্থ। এমনই সব আয়োজন হয় ব্লগ আর ব্লগার সম্মিলনে।

বাড়ছে বাংলা ব্লগের সংখ্যাঃ
ইন্টারনেটে বাংলা ব্লগের সংখ্যা বাড়ছে ধীরে ধীরে। কমিউনিটি ব্লগিংয়ের সুবিধা সবার কাছে পৌঁছাতে এগিয়ে চলছে বাংলা ব্লগ। শুধু নির্দিষ্ট কিছু বিষয়ই নয়, নানা বিষয়ে বাড়ছে বাংলা ব্লগের সংখ্যা। ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্যাডেট কলেজ ব্লগ (http://www.cadetcollegeblog.com), প্রযুক্তিবিষয়ক নানা তথ্য নিয়ে রয়েছে কম্পিউটার জগত্ ব্লগ (http://www.blog.comjagat.com) এবং টেকটিউনস ব্লগ (http://www.techtunes.com.bd)। এসব ব্লগেও নিয়মিতভাবে মত প্রকাশ আর ভালো লাগার কাজটুকু করে যাচ্ছেন ব্লগাররা। আর বেড়ে চলছে বাংলা ব্লগের জনপ্রিয়তা। থেমে নেই ব্লগারদের নিজেদের মধ্যে সম্পর্কের ব্যাপ্তি। বিভিন্ন আয়োজনে যেমন হচ্ছে ব্লগারদের আড্ডা, তেমন নানা ধরনের সাহায্যমূলক কাজে এগিয়ে আসছেন ভার্চুয়াল জগতের মানুষগুলো। বাংলা লেখার ক্ষেত্রে ব্লগগুলো শুধু ক্ষেত্র তৈরি করেই শেষ করেনি কাজ। এখানে নিজের মতো করে লেখা কিংবা নানা ধরনের কাজ ছড়িয়ে দেওয়ার বিষয়টিকে সহজ করে দিয়েছে।

ব্লগ ভালোভাবে এগিয়ে নিতে ব্লগারদের মতামতকে মাথায় রেখে থাকছে নীতিমালা, যা ব্লগার মেনে নিয়ে চালিয়ে যাচ্ছেন ব্লগিং। এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলা লেখার মাধ্যম আর ইন্টারনেটে ছড়িয়ে যাচ্ছে বাংলা। ইন্টারনেটে বাংলায় কোনো কিছু লিখে সার্চ দিলে শুরুতেই চলে আসে বাংলা ব্লগারদের নানা লেখা, যা বাংলায় তথ্য খোঁজার আগ্রহকে বাড়িয়ে দেয়। এমনই সব আয়োজন নিয়ে এগিয়ে যাক নিজের ভাষার ব্লগ।

সুত্রঃ-------------
মায়ের ভাষায় ব্লগচর্চা
নুরুন্নবী চৌধুরী | তারিখ: ১৯-০২-২০১০

1 টি মন্তব্য: