Translate

মঙ্গলবার, ৫ মে, ২০২০

কাটাছরা নূরুলগনি ইসলামি একাডেমীর উন্নয়ন কমিটি গঠিত

নূরুলগনি ইসলামিএকাডেমী কাটাছরা মিরসরাই চট্টগ্রাম জানুয়ারি  ২০১৮ সনে প্রতিষ্ঠা লাভ করে অধ্যাবদী  এলাকার কোমলমতি শিশুদের যুগোপযোগী শিক্ষার পাশাপাশি   ও  আধুনিক   নূরানী পদ্ধতি অনুস্বরন করে অত্যন্ত গুরুত্বের সাথে   দ্বীনি শিক্ষাদান করে আসছে।  বর্তমানে ৩ জন শিক্ষকের তত্বাবধানে পরিচালিত হয়ে আসলেও আগামীতে আরও   শিক্ষক নিয়োগ দান সহ একাডেমিক পর্যায়ের  অন্যান্য অবকাঠামো নির্মাণ  এর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে  উন্নয়ন কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছ, তাই একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এম এম আবদুল্লাহ ভূঁইয়া সাহেবের  একান্ত প্রচেষ্টায় ।
আলহাজ্ব মাষ্টার  রফিকুজ্জমান বিকম,বিএড,এর নেতৃত্বে একটি     শক্তিশালী উন্নয়ন কমিটি  গঠন করা হয়।          

এমদাদিয়া তথা উন্নয়ন কমিটি গঠনঃ 
বিগত ১০/১/২০২০ তারিখে একাডেমী মিলনায়তনে এলাকার সর্বসাধারণের সন্মতিতে এলাকার সন্মানীত শিক্ষাবিধ ও শিক্ষানূরাগীর সম্নয়ে ১৩ জন বিশিষ্ট এমদাদিয়া তথা উন্নয়ন কমিটি গঠন করা হয়। 

সন্মানিত সদস্য বৃন্দ

সভাপতিঃজনাব, আলহাজ্ব মাষ্টার রফিকুজ্জমান বিকম, বিএড সাহেব।
 সিনিয়র সহ-সভাপতিঃজনাব,মোঃশাহ আলম হকসাব।

সহ সভাপতিঃ জনাব,এস.এম.সালাউদ্দিন। 

সাধারণ সম্পাদকঃ এম.এম.আব্দুল্লাহ ভূঁইয়া। 

যুগ্ম সম্পাদকঃ(১)-মোঃআবুল কালাম আজাদ।

যুগ্ম সম্পাদক (২)মোঃশাখাওয়াত হোসেন চৌধুরী আরমান।  

কোষাধ্যক্ষঃজনাব,মোঃঈসমাইল হোসেন।

সম্মানিত সদস্যঃ
১।জনাব,মোঃনুরুল আলম(সাংবাদিক)
২।মোসলেহ উদ্দিন মান্নান
৩।মোঃনুরুল কবির(দুলাল)
৪।পারভেজ চৌধুরী
৫।মোঃআতিকুল ইসলাম রাহাত
৬।হাফেজ মোঃবেলাল হোসেন।  

  আল্লাহর মেহেরবানীতে ১৩ জন বিশিষ্ট উন্নয়ন কমিটির নাম ঘোষণা করতে পেরে শাহেনশাহে রাজাধিরাজ এর দরবারে শোকর শুকরিয়া আদায় করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুল্লাহ ভূঁইয়া।      
তিনি বলেন ৩ বছরের জন্য আল্লাহ তায়ালা কমিটির সকল সদস্যদের কে লিল্লাহিয়্যাতের সাথে একাডেমীর উন্নয়নে মনোনিবেশ করার তাওফিক দান করতে পারেন  সেই কামনাই করছেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন