Translate

মঙ্গলবার, ২৬ মে, ২০২০

নারীদের যৌন শীতলতার কারণ ও চিকিৎসা

নারীদের যৌন শীতলতার কারণ ও চিকিৎসা 
টেস্টোস্টেরণ হরমোন বৃদ্ধির উপায় ঃ 

আমরা সর্বদা পুরুষদের যৌন সমস্যার কথা আলোচনা করে থাকি বা শুনে থাকি অথচ  জন সংখ্যার অর্ধেকই নারী তাহলে কি তাদের এ সমস্যাটা নেই তাহলে কেন আলোচনা হয়না, তাই আজকে আমরা নারীদের সমস্যা নিয়ে আলোচনা করবো। 
মূলত নারীরা লাজুক স্বভাব হওয়ার কারনে তারা প্রকাশ করতে চান না, আসলে যে কোন রোগ হলেই  চিকিৎসার বিকল্প নেই। 

নারীদের যৌন শীতলতার অনেক কারণ  আছে 
যেমনঃ
দাম্পত্য জীবনে কলহ ঝগডা লেগে থাকা,, মনমত সাথী বা স্বামী না পাওয়া, 
মানসিক কারনে,বয়ঃসন্ধির আগে সহবাস, গর্ভাবস্থায়, বুডো বয়সে, স্হায়ী ভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি  গ্রহণ, সন্তান ধারনে অক্ষম হলে,জরায়ুতে অপারেশন হলে,
হরমোনের  ঘাটতি হলে, যৌন রস বাহির না হওয়ার কারনে, বা কম বের হলে , সহবাস কালীন যৌনাঙ্গে ব্যাথা হলে,রুগ্ন ভগ্ন শরীর হলে, বিভিন্ন রোগ- শোক ভোগার কারনে, অপুষ্টিতে ভোগার কারনে যৌন কর্মে অনীহা আসতে পারে, ইত্যাদি অনেক কারন থাকতে পারে।

চিকিৎসা হিসাবে ডাক্তারের পরামর্শে, ৩/৬  মাস চিকিৎসা নিলে আশা করি সুফল পাবেন ইনশাআল্লাহ। 

১, টিটানিয়াম,
২,লিউকোরিয়া প্লাস 
বা অশোকা3 x,
৩,মুকাব্বি খাছ ক্যাপ 
৪,হিপার সালফ ক্লাভাটাম 
৫,জিংসিং +
৬, মাজুন আরদে খোরমা 

ইত্যাদি ঔষধ  চিকিৎসক এর পরামর্শে ব্যবহার করা যেতে পারে। 

তাছাডা টেস্টেস্টেরন হরমোন নারী পুরুষ,শুক্র, শুক্রানু বৃদ্ধি ও শক্তিশালী করতে,যৌনশক্তি বাডাতে  বিভিন্ন পুষটিকর খাবার ও চিকিৎসার বিকল্প নেই। 

যেমনঃ 
১, দৈনিক ১০ টি খেজুর,১০ টি কিসমিস, ২০ টি বাদাম,৩ মাস লাগাতার সেবন করতে পারেন।
২, কালোজিরা ফুলের মধু,কালোজিরা তেল,ও জয়তুন তেল ১ চামচ করে মিশিয়ে সেব্য ৩ মাস।
৩, তাছাডা পদ্ধ ফুলের মধু,আধা সিদ্ধ ডিম,দুধ  ৩ মাস সেবনে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেন। 


তাছাডা চিকিৎসা হিসাবে হরমোনের ঘাটতি পুরনে  সেবন করতে পারেন। 

১, মাজুন আরদে খোরমা,জিংসিং ক্যাপ,আর জেলী ক্যাপ,জিংসিং ইকোনো ট্যাব, ব্যবহার করা যেতে পারে কমাজকম ৩/৬ মাস।
টেস্টোস্টেরণ হরমোন বৃদ্ধি ও যৌন ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকর। 


সৌজন্যে
ভূঁইয়া ন্যাচরাল হার্বস 
হাকীম এম এম আবদুল্লাহ ভূঁইয়া। 
০১৮২৯৩১৮১১৪ 
শুধু মাত্র ইমু ওয়াতসাফ এ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন