Translate

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

ছোট্ট একটি আমল

এম আবদুল্লাহ নিজামী [ ভূঁইয়া]
====================
দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ কর্ম করে থাকি , অফিস - আদালতে গমন , স্বীয় বাসস্হানে , কর্ম স্হলে আগমন নির্গমন. গাডি ঘোডায় উঠানামা করন , পাহাড পর্বতে উঠানামা ইত্যাদি , বহুবিদ কাজে কর্মে অনেক সময় সিঁডি লিপ্ট ইত্যাদি যোগে উঠা নামা করে থাকি ৷



আমরা কি কখনো চিন্তা করেছি যে , সিঁডি বা লিপ্ট করে উপরে নীচে উঠা-নামা করার সময় বা স্বাভাবিক ভাবে যে কোন উঁচু স্হানে উঠানামা করার সময় আমাদের প্রিয় নবিজী ছাল্লালাহু আলাইহি ওয়াছাল্লামের সুন্নত বা আমল কি ছিল ?


প্রিয় নবী সাঃ আমাদের কে এ ব্যপারে অত্যন্ত সুন্দর , হালকা , ও ছোট একটি আমলের শিক্ষা দিয়েছেন আর তাহল ------------------------------------------------------------------------------------------------------------ যে কোন সময় যে কোন স্হানে উপরে উঠার সময় : আল্লাহু আকবর ; এবং নীচে নামার সময় ; ছোবহানাল্লাহ ; ও সমতলে পৌছালে ;
আলহামদু লিল্লাহ পাঠ করা ৷



এটা এমন একটি আমল যা করতে সময় লাগেনা কষ্ট হয়না শুধু মাত্র মন কে পরিবর্তন করলেই হয় ৷



উক্ত আমলের হেকমত
=====================

বান্দা যখন উপরে উঠবে তখন তার মনে এমন ও আসতে পারে যে আমি সব চেয়ে বড , এতে করে অহংকার আসতে পারে তার মনে , তাই প্রিয় নবী শিক্ষা দিলেন যে , তুমি বড না আল্লাহই সবচেয়ে বড ৷

এ জন্য উপরে উঠার সময় ; আল্লাহু আকবর বলা সুন্নত ৷


অপর দিকে নিচে নামার সময় বান্দার মনে আসতে পারে , যে উপরে উঠার সময় আল্লাহ বড ছিল , হয়তো নিচে নামার কারনে আল্লাহ ও ছোট বা খাটো হয়ে গেছে , এ জন্য প্রিয় নবী শিক্ষা দিলেন ছোবহনাললাহ পডতে ,
যে আল্লাহ তায়লা ছোট খাটো হওয়া সহ যাবতীয় দোষের থেকে পবিত্র ৷

আপর দিকে সমতলে পৌছার সময় মাঝ পথে যে কোন বিপদের আশংকা থেকে মুক্ত করে ছহীহ
ছালামতে পৌছিয়েছেন এ জন্য শুকরিয়া স্বরূপ আলহামদু লিল্লাহ পডা সুন্নত ৷



আল্লাহ আমাকে সহ সকল মুসলমানকে উক্ত আমল করার তাওফিক দান করূন

আমিন , আমিন ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন