Translate

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

যাকাত আদায় না করার পরিণাম ও ১টি কাল্পনিক ছবি

যাকাত আদায় না করার পরিণাম

 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছ থেক ধন সম্পদ পেয়েছে কিন্তু তার যাকাত আদায় করেনি, শেষ বিচারের দিন সে ধন-সম্পদ এমন বিষধর সর্পে পরিণত হবে যার মাথার উপর থাকবে দুটি কালো দাগ।
এ সর্প সে ব্যক্তির গলায় ঝুলিয়ে তার দুগালে কামড়াতে এবং বলবে আমি তোমার মাল, আমি তোমার বঞ্চিত সম্পদ।
অত:পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা অর্থাৎ যে ব্যক্তি কৃপণতা করে সে যেনো মনে না করে যে তার কৃপণতা তার জন্যে কল্যাণ বয়ে আনবে বরং তা হবে তার জন্যে দু:খের কারণ। 


মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন,
اقموا الصلوة واتوا الزكوة
অর্থাৎ- তোমরা যথাযথভাবে নামায আদায় করো এবং যথাযথভাবে যাকাত দাও।
যারা মালিকে নেছাব অর্থাৎ যাদের নিকট সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে ৫২ ভরি রূপা অথবা তার সমপরিমাণ মূল্য পূর্ণ একবৎসর থাকবে তাদের উপর সম্পদের শতকরা আড়াই ভাগ যাকাত প্রদান করা ফরয।
যারা সঠিকভাবে হিসাব করে যাকাত আদায় করবে না তারা পরকালে কঠিন শাস্তি ভোগ করবে।
কুরআন শরীফ ও হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে, উক্ত সম্পদ অর্থাৎ টাকা, পয়সা, স্বর্ণ, চান্দি জাহান্নামের আগুনে গরম করে শরীরে দাগা দেয়া হবে। সম্পদগুলো বিষাক্ত সাপে পরিণত হয়ে তাকে দংশন করবে আর বলবে তুমি যে মালের যাকাত দাওনি আমি তোমার সেই মাল।
তাই যাদের উপর যাকাত ফরয তাদের উচিত পাই পাই হিসাব করে যাকাত আদায় করে দেয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন