Translate

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

কয়েকটি ইসলামিক নিদর্শন ছবি 2

 নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু সেই জীবনীতে উল্লেখিত জায়গা সমুহ এবং তার ব্যাবহরিত অনেক জিনিস যেমন তার তরবারি, জুতা, পাগরী আমরা অনেকেই দেখিনাই। সেই সকল জায়গা এবং বস্তু সকলকে দেখাবার একটি ছোট চেস্টা করেছি মাত্র। সাথে অনান্য নবী দের কিছু নিদর্শন ও আছে।


এসকল ছবি নেট থেকে সংকলিত , সত্যতা  আল্লাহই ভাল জানেন




কয়েকজন অবিশ্বাসির ছবি যারা ইসলামকে অমান্য, অবমাননা করে ছিল, যাদেরকে প্রলয়ের মধ্যে ফেলে মারা হয়ে ছিল, যারা এখন সুটকি হয়ে পরে আছে।



হযরত মুহাম্মদ (সঃ) এর জামা মোবারকঃ
১।

২।

হযরত মুহাম্মদ (সঃ) এর পাগরী মোবারকঃ
১।

২।

হযরত মুহাম্মদ (সঃ) এর তরবারী মোবারকঃ

এই ধরনের তরবারি গুল নবী করিম হযরত মুহাম্মদ (সঃ)এবং সাহাবারা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করতেন।

হযরত মুহাম্মদ (সঃ) এর গোসলের পাত্র মোবারকঃ


হযরত মুহাম্মদ (সঃ) এর পানি পানের পাত্র মোবারকঃ


হযরত মুহাম্মদ (সঃ) এর বর্ম মোবারকঃ


এই বর্ম সমুহ নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) বিভিন্ন যুধ্বের ময়দানে পরিধান
করতেন।

বিভিন্ন যুধ্বে ব্যাবহারীত তরবারী সমূহ


হযরত মুহাম্মদ (সঃ) এর রওজা মোবারকের মাটিঃ


হযরত মুহাম্মদ (সঃ) এর জুতা মোবারকঃ


হযরত মুহাম্মদ (সঃ) এর সিল মোবারকঃ



হযরত মুহাম্মদ (সঃ) এর চুল মোবারকঃ


হযরত মুহাম্মদ (সঃ) এর পাগরি, লাঠি, চাদর মোবারকঃ



হযরত মুহাম্মদ (সঃ) এর দাত মোবারকঃ


রোমান বাদসা হারকিউলিসের কাছে লেখা হযরত মুহাম্মদ (সঃ) এর চিঠি মোবারকঃ


বাদসা হাবসা এর কাছে লেখা হযরত মুহাম্মদ (সঃ) এর চিঠি মোবারকঃ



ওমানের জনগনের কাছে লেখা হযরত মুহাম্মদ (সঃ) এর চিঠি মোবারকঃ


মিসরের জনগনের কাছে লেখা হযরত মুহাম্মদ (সঃ) এর চিঠি মোবারকঃ



রোমান বাদসা কাইসারের কাছে লেখা হযরত মুহাম্মদ (সঃ) এর চিঠি মোবারকঃ



হযরত মুহাম্মদ (সঃ) এর লেখা চিঠি মোবারকঃ


মসজিদে আকসাঃ

এই মসজিদের মধ্যেই সেই পাথর আছে যেখান থেকে নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) মিরাজে গমন করেন।

এই পাথরের উপর দিয়ে নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) মেরাজে গমন করে ছিলেনঃ



এটি আয়ুব আনসারির বাড়িঃ

এই বাড়ি তে নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) হিযরত করার সময় অবস্হান করে ছিলেন।

হযরত ফাতেমা (আঃ)এর বাড়িঃ


কারবালাঃ


এই গিলাপের মধ্যে হাসান অথবা হোসেন (রাঃ) এর জামা রাখা আছেঃ


হেরা গুহাঃ


সাউর গুহাঃ


সাউর গুহার ভিতরের দৃশ্যঃ



নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর বড়ির ঘরের গেস্টরুমঃ


এই বাড়িতে নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) ২৮ বছর থেকে ছিলেনঃ


হযরত ইব্রাহিম (আঃ) এর পেয়ালাঃ


মুসা (আঃ) লাঠিঃ


দাউদ (আঃ) এর তরবারিঃ



ইউসুফ (আঃ) এর পাগরিঃ


খাদিজা (রাঃ) এর বাড়িঃ



অভিশপ্ত জাতির প্রতি আল্লাহ তালার প্রেরিত আজাবের ফলঃ



কয়েকজন অবিশ্বাসির ছবি যারা ইসলামকে অমান্য, অবমাননা করে ছিল, যাদেরকে প্রলয়ের মধ্যে ফেলে মারা হয়ে ছিল, যারা এখন সুটকি হয়ে পরে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন