Translate

সোমবার, ২৭ আগস্ট, ২০১২

জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদীস আল্লামা শাহ মুহাম্মদ আইয়ুব এর দাফন সম্পন্ন সংক্ষিপ্ত জীবনপঞ্জি :

জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদীস আল্লামা শাহ মুহাম্মদ আইয়ুব ছাঃ রঃ   এর দাফন সম্পন্ন


জানাযায় শোকার্ত জনতার ঢল এক অংশ

চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদীস, দেশবরেণ্য আলেমেদ্বীন মরহুম আল্লামা শাহ মুহাম্মদ আইয়ুব সাহেব হুজুরের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। ১৬ মে, বুধবার, সকাল ১১টায় পটিয়া জামিয়া ইসলামিয়া ময়দানে হুজুরের নামাজে জানাযায় জামিয়া আহলিয়া হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা মুফতি ফজলুল হক আমিনী, বাবুনগর মাদরাসার পরিচালক আল্লামা মুহিবুল্লাহ, জামিয়া দারুল মা’রিফের প্রধান পরিচালক আল্লামা সুলতান যওক নদভী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, বিভিন্ন মাদরাসার পরিচালক, বিশিষ্ট আলেম-ওলামা, রাজনীতিবিদ, সামাজিক নেতৃবৃন্দসহ সারাদেশ থেকে অর্ধলাধিক শোকার্ত তৌহিদী জনতা শরীক হন। জামিয়ার প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুরুল ইসলাম জদীদের ইমামতিতে নামাজে জানাযা শেষে অসংখ্য ছাত্র, ভক্ত ও তৌহিদী জনতার অশ্র“সিক্ত বিদায়ের মধ্য দিয়ে জামিয়াস্থ মাকবারায়ে আজীজীতে মরহুম হুজুরকে দাফন করা হয়। জানাযাপূর্ব বক্তৃতায় জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা শাহ মুহাম্মদ আইয়ুব সাহেব (রহ.) আমার দীর্ঘদিনের সহপাঠী ও একনিষ্ঠ সহকর্মী। তিনি নাহু, ছরফ, তাফসীর, হাদীস, ফিক্হ, মানতিক, ফলসফা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে সমান পারদর্শী ছিলেন। সারাদেশে একাধারে এতগুলো বিষয়ে পারদর্শী আলেমদের মধ্যে তিনি অন্যতম। তিনি সুদীর্ঘ ৩৬ বছর যাবৎ জামিয়া ইসলামিয়া পটিয়ায় হাদীসের দরছদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিয়ে দ্বীনি শিা বিস্তারে অনন্য অবদান রেখেছেন। তাঁর ইন্তেকালে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়।
সংক্ষিপ্ত জীবনপঞ্জি :
মরহুম আল্লামা শাহ্ মুহাম্মদ আইয়ুব (রহ.) ১৩৫৮ হিজরীতে রাঙ্গুনিয়া থানার রাজনগর ইউনিয়নের খন্ডালিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মাওলানা ফজলুল রহমান। শিক্ষা জীবনে তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, রাজনগর রুকুনুল ইসলাম মাদ্রাসা এবং জামিয়া ইসলামিয়া পটিয়ায় পড়ালেখা করেন। তিনি ১৩৭১ হিজরীতে দাওরায়ে হাদীসের সনদ লাভ করেন। তাঁর শিকবৃন্দের মধ্যে আল্লামা মুফতী আজিজুল হক (রহ.), আল্লামা আমির হোছাইন (মীর সাহেব হুজুর) রহ., আল্লামা দানিশ (রহ.), আল্লামা আলী আহমদ বোওয়ালভী (রহ.) অন্যতম। কর্মজীবনে তিনি মীরসরাই জামালপুর মাদরাসা, বগুড়ার জামিল মাদরাসা ও রাঙ্গুনিয়া কোদালা মাদরাসায় ক্রমান্বয়ে শিকতার মহৎ খেদমত আঞ্জাম দেন। এরপর তিনি জামিয়া ইসলামিয়া পটিয়ার নাজেমে তালিমাত্ (শিা পরিচালক), আরবী-উর্দু-ফার্সী কাব্য চর্চা বিভাগের পরিচালক ও শায়খুল হাদীস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ছাত্র, ভক্তসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন